ফাইল ফোল্ডার ডিলিট না হলে
কম্পিউটারের কখনো এমন কিছু ফাইল বা ফোল্ডার তৈরি হয় যে গুলু মুছে ফেলা (ডিলিট) যায় না !ফাইল মুছা না গেলে সেটি বেশ বিরক্তিকর কারন হয়ে দাড়ায় !
কিন্তু এসব ফাইল ডিলিত করা যাবে !
এ কাজ টী করতে অবশ্যই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কমান্ড প্রম্পট বিষয় জানতে হবে এবং ফাইল ফোল্ডারের ডিরেক্টরি সম্পর্কে সম্যক ধারনা থাকতে হবে !
প্রথমে ষ্টার্ট মেনুতে গিয়ে cmd লিখুন !
cmd.exe এলে ডানে ক্লিক করে run as administrator নির্বাচন করে খুলুন !
কমান্ড প্রম্পটের উইন্ডোকে ছোট করে
(মিনিমাইজ) রেখে Ctrl+Alt+Del চেপে টাস্ক ম্যানেজার চালু করুন
আবার ডেস্কটপের নিচের টাস্কবারের ডান ক্লিক করে start Tash manager-এ ক্লিক করে চালু করুন !
কম্পিউটারে explorer.exe চালু থাকলে কাঙ ্ক্ষিতফাইল কে মোছা যায় না ,তাই এটিকে বন্ধ করতে process ট্যাবে গিয়ে explorer.exeখুজে নিয়ে তাতে ডান ক্লিক করে
end process tree তে ক্লিক করুন ! একটি বার্তা আসবে ! সেটিতে আবার end process চাপুন !
এবার কমান্ড প্রম্পটে উইন্ডোতে ফিরে আসুন !আপনার যে ড্রাইভে ফাইল্টি আছে ,সেটির ডিরেক্টরি এখানে লিখে দিতে হবে !
আপনার ফাইলটি যদি D:ড্রাইভে থাকে তাহলে এখানে cd D:লিখে এনটার করুন !
cd কমান্ড দেও্যায় D:ড্রাইভে থাকা ফাইল পাওয়া যাবে !
এবার যে ফাইল্টি মুছে ফেলতে চান ,সেটির জন্য এখানে ফাইলের যেমন del d:/it-donia?pc tips.doc লিখে এন্টার চাপুন !
খেয়াল করুন এখানে del সংকেত দিয়ে ফাইল মুছেবে আর পরের আংশটি ফাইলের ডিরেক্টরি !
তাই এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলের ডিরেক্টরি বসিয়ে নিয়ে করুন !
কোনো ফোল্ডার মুছতে চাইলে RD/S/Q/d:/it-donia?pc tips এভাবে লিখে এন্টার করুন !
এখানে RD/S/Q ফাইল মুছে ফেলার সংকেত (কমান্ড)আর পরের অংশ টি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারের ডিরেক্টরি !
কমান্ড লেখায় কোনো ভুল হলে কাজটি হবে না তাই বুঝে শুনে প্রয়োগ করুন !
কাজটি হলে এবার টাস্ক ম্যানেজারে ফিরে আসুন এখানে ফাইল থেকে new task (run)ক্লিক করুন !
create new task -এর ঘরে explorer.exe লিখে এন্টার চাপুন !তাহলে এক্সপ্লোরার চাইউ হয়ে যাবে আর কম্পিউটারের বাকি অন্যান্য কাজ করা যাবে/
If you do not delete files in the folder
Some files or folders that are made in the computer Bout removed (deleted), you can not wipe the file because it becomes quite boring!
But these files can be dilita!
Of course you can tee up at the command prompt to know about the Windows operating system and the file folder directory Knowing Knowledge!
First, reboot menu, write cmd!
When you right click cmd.exe and select run as administrator to open!
The command prompt window to make it smaller
(Minimize) the Task Manager by pressing Ctrl + Alt + Del
Right-click on the desktop and the taskbar, start Task manager- click Turn!
Kang is going to be deleted explorer.exe ksitaphaila computer, so it can stop the process by right clicking on the tab of the find explorer.exe
click on end process tree! A message will be shown! Press again to end process!
Return the command prompt window, you have to drive phailti, the directory will be here to write!
If your file D: drive, then the cd D: Write to enatara!
deoyaya cd command D: drive will be available in the file!
Now that phailti want to delete the file here as del d: / it-donia? Pc tips.doc press Enter!
Please note that the tile file directories and delete files del signals!
The directory of the files you want to put it on!
If you want to delete a folder, RD / S / Q / d: / it-donia? Pc tips, please enter it!
The RD / S / Q to delete the signal (command) of the next portion of the directory to your desired folder!
The command post would be a mistake if you do not use so carelessly!
Return to the work of the Task Manager to file new task (run) click!
explorer.exe create new task field and press enter! If you are caiu Explorer and the rest of the computer can be done
ভাল থাকবেন সবাই আজ এই প্রজন্ত আল্লাহ্ হাফেজ