নেটের গতি বাড়িয়ে নিন দিগুন
প্রযুক্তিগত নানা কারনে ইন্টারনেট সংযোগের গতি ধীর হয়ে যেতে পারে !মানে যেটুকু গতি পাওয়া যায় না !অনেক সময় বোঝাও যায় না সম্যাসাটা কোথায় -কম্পিউটারে ,নাকি সংযোগে ?
কয়েক ধাপে ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে নিলে গতিকে কিছুটা দ্রুত করা যায় !
ইন্টারনেত সংযোগ পরীক্ষা
আপনার ইন্টারনেত সংযোগ ঠিকঠাক চলছে কি না , সেটি সহজেই পরিক্ষা করে নিতে পারেন !
এ জন্য www.speedtest.net এই ঠিকানার ওয়েবসাইট ঢুকে begin test -এ ক্লিক করে কিছুখন
অপেক্ষা করুন ! পরীক্ষার পর জানা যাবে গতি কত্তা রয়েছে !
কম্পিউটারে ভাইরাস স্ক্যান
কম্পিউটাএর ভাইরাস বা ম্যালওয়্যার থাকলে কাজের গতির সংগে স্নগগে ইন্টারনেট স্নগযোগের গতিও কমিয়ে দিতে পারে !
তাই ভাল এবং নিবন্ধিত অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে কম্পিউটার স্ক্যান করে নিন !
স্বয়ংক্রিয় হালনাগাদ বন্ধ
কম্পিউটারে উইন্ডোজ এবং অন্য অনেক পোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ (আপডেট) হয়ে যায় !
এটি বন্ধ করতে না পারলে কখনো কখনো অযথা ইন্টানেটের খরচ হতে থাকে
উইন্ডোজ ৭ এর জন্য কন্ট্রোল প্যানেল এ গিয়ে windows update-এ ক্লিক করুন !
এটি খুললে বাম পাশের তালিকা থেকে change setting -এ ক্লিক করুন ! এখানে
important update-এ Never check for update (not recommended)
নির্বাচন করে নিন !নিচের টিক দেও্যা বাকি অপ্সহনের টিক চিহ্ন তুলে দিয়ে ok বোতাম চাপুন !
টূলবার ও এক্সটেনশন বন্ধ রাখুন
অনেক সময় ওয়েবসাইট দেখার সফতওয়্যারের (ব্রাউজার)অপ্রয়োজনীয় কিছু টুলবার এবং এক্সটেনশন যুক্ত হয়ে যায়
এর মধ্যে Ask toolbar ,iLivid ইত্যাদি টুলবার ও এক্সটেনশন যুক্ত হলে বিড়ম্বনায় শিকার হতে হয়
এগুলু সরিয়ে (রিমুভ/আনইনস্টল) করে ফেললে ইন্টারনেট বিরম্বনায় আর পরবেন না !
ব্যান্ডউইডথ বাড়িয়ে নিন
উইন্ডোজ কম্পিউটারের জন্য কিছু ব্যান্ডউইডথ নির্দিষ্ট করে রাখে !
এটি বন্ধ করে নিলে ইন্টারনেট সংযোগের গতি কিছুটা বেড়ে যাবে
এজন্য উইন্ডোজ ৭ এর start menu থেকে run প্রোগ্রাম চালু করুন
এখানে gpedit.msc লিখে এন্ডার করুন !গ্রুপ পলিসি এডিটর খুলে গেলে বাম পাশের
configuration থেকে administrative templates -এ গিয়ে
network-এ ক্লিক করুন ! এবার তালিকায় থাকা Qos packet scheduler -এ দুই ক্লিক করে খুলে নিন !
এখানে Limit reservable bandwisth -এ দুই ক্লিক করে খুলে enabled এ টিক দিয়ে দিন !
এবার bandwisth Limit (%)ঘরে ০ (শুন্য)লিখে ওকে করুন !
এবার কম্পিউটার রিষ্টার্ট করে নিয়ে ব্যবহার করতে থাকুন!
Increasing the speed of the Internet doubled
Internet connection speed can slow down due to technical divers!
This means that whatever the speed is not there is not a lot of time to understand where samyasata kampiutare, or connection?
A few steps only when the speed of the Internet connection is fast!
Internet connection test
internet your connection is running properly, you can examine Without it
Www.speedtest.net at this address by clicking on the website a few minutes into the begin test
wait ! After the test is to find out the speed of the Master!
Scan the computer virus
If you work with speed snagage kampiutaera virus or malware that could reduce speed internet snagayogera!
And registered in the antivirus software to scan the computer, so choose well!
Off Automatic Update
Windows and other Program will automatically update (update) becomes!
If you can not stop it sometimes tends to be wasteful spending to the Internet
For Windows 7, go to Control Panel and click on windows update-!
Open it and click on the left side of the list to change setting! Here
The important update- Never check for update (not recommended)
Pick one! Apsahanera uncheck the checkbox deoya ok with the rest of the press!
Keep toolbar and Extension
Saphataoyyarera a lot of time to visit the website (browser) is associated with some unnecessary toolbars and extensions
The Ask toolbar, iLivid toolbars and extensions, etc. is added to a birambanaya
Egulu remove (remove / uninstall), when the Internet and do not wear birambanaya!
Bandwidth increase
Some of the bandwidth is set for Windows computers!
If it off the Internet connection speed can be increased
Just run the program from the start menu of Windows 7 Launch
Here are the type gpedit.msc ender! Group Policy Editor and open the left side
Go on the configuration administrative templates
Click network-! The Qos packet scheduler on the list to open two clicks!
Limit reservable bandwisth enabled opened here by clicking on the error in two days!
The bandwisth Limit (%) cell 0 (zero) then click on OK!
Now restart your computer to use the stay!