আসসালামু আলাইবুম সবাই কেমন আছেন?
টাইটেল দেখেইত মনে হয় বুঝে গেছেন যে কি নিয়ে আলোচনা কররা হবে। তাহলে বেশি কথা না বললে কাজের কথাই আসি।
হঠাৎ করেই মাউস নষ্ট হলে কি করবেন?যেনে নিন এখন প্রায় সময়ই দেখা যায় মাউসে সিঙ্গেল ক্লিক করলে ডাবলক্লিক লেগে যায়, আবার অনেক
সময় দেখা যায় দুই তিনটা ক্লিক করলেও ঠিক মতো ক্লিক লাগেনা। আজকে আমি আপনাদের দেখাবো জরুরী মূহুর্তে এই ধরনের সমস্যা হলে মাউস বাদ
দিয়ে কিভাবে কিবোর্ড কেই মাউসে রূপান্তরিত করে কাজ চালিয়ে যাবেন। তাহলে চলুন কথা না বারিয়ে কাজে লাগে পরি। প্রথমেই আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে Num Lock, of করে রাখুন। এবার কিবোর্ড থেকে এক সাথে Alt+shift+num Lock চাপুন। এবার দেখুন নিচের
চিত্রের মতো একটি মেসেজ আসবে, নিচের চিত্র দেখুন।
এবার tab বাটন চেপে yes সিলেক্ট করে এন্টার চাপুন পুরো বিষয়টা উপরের চিত্রের মতো হবে। এবার কিবোর্ড এর num Lock, on করুন, এবার num lock এর অন্তর্ভুক্ত থাকা বাটন গুলো চাপ দিয়ে দেখুন আপনার কিবোর্ডটি মাউসে
রূপান্তরিত হয়ে গেছে। বন্ধুরা আজ এ পর্যন্তই
collect by......... http://www.techtunes.com.bd/