অত্যন্ত আনন্দের সাথে গ্রামীনফোন আপনার জন্য নিয়ে এলো ইন্টারনেট প্যাকেজ উপহার এর সেবা। এই সেবার আওতায় আপনি গ্রামীনফোন এর ৫ কোটি সদস্যের পরিবারে থাকা আপনার প্রিয়জনকে ইন্টারনেট প্যাকেজ উপহার দিতে পারবেন। বর্তমানে আমাদের ৫ টি প্যাকেজ এর যেকোনোটি আপনি আপনার প্রিয়জনকে উপহার হিসেবে পাঠাতে পারবেন।
নিম্নে প্যাকেজের নাম এবং উপহার এর নিয়মাবলী উল্লেখ করা হলঃ
Keyword
৭৫ এমবি
igift
২৫০ এমবি
igift
১ জিবি
igift
স্মার্ট প্ল্যান ২৯৯
igift
৪ এমবি
igift
igift
এছাড়াও যেকোনো সময় উপহার প্রদানের নিয়ম জানতে igift লিখে এস এম এস করুন 5000 নাম্বারে।
এই সেবার শর্তসমূহঃ
উপহার প্রদানকারীর ব্যালেন্স থেকে মূল্য চার্জ করা হবে এবং উপহার গ্রহণকারীর মোবাইলে প্যাকেজ চালু হয়ে যাবে।
শুধুমাত্র পে এস ইউ গো গ্রাহকগণ এবং ইন্টারনেট ব্যাবহার করা হচ্ছেনা এসকল নাম্বারগুলো উপহার গ্রহণ করতে পারবে।
গ্রাহকগণ নিজেদের একাউন্ট থেকে সরাসরি ইন্টারনেট প্যাকেজ উপহার পাঠাতে পারবেন।
শুধুমাত্র “প্রি-পেইড টু প্রি-পেইড” এবং “পোস্টপেইড টু প্রি-পেইড” উপহার পাঠানো যাবে।
পোস্টপেইড গ্রাহকগণ কোনো ইন্টারনেট প্যাকেজ উপহার হিসেবে গ্রহণ করতে পারবে না।
বর্তমানে উল্লিখিত ৬ টি ছাড়া অন্য কোনো প্যাকেজ উপহার দেয়া যাবেনা।
বিজনেস সল্যুশন পোস্টপেইড গ্রাহকগণ এই সেবার আওতাভুক্ত নয়।
উপহার গ্রহণকারীর পক্ষ থেকে কোনো ধরনের কনফার্মেশনের প্রয়োজন নেই, সরাসরি অটোরিনিউ বন্ধের নিয়ম সহ এস এম এস চলে আসবে।
collect by ...http://www.grameenphone.com