ডাচ্ বাংলা ব্যাংক এবার চালু করল অনলাইন মোবাইল রিচার্জ। PayOnex ও DBBL যৌথভাবে সুবিধাটি দিচ্ছে । এটি ডেভেলপ করেছে বাংলাদেশের সেরা ই-কমার্স সফট্ওয়ার ডেভেরপমেন্ট টিম "SSL" । এই পদ্ধতির মাধ্যমে আপনি বিশ্বের যে কোন স্থানে বসে আপনার বাংলাদেশি মোবাইল সিমে টাকা রিচার্জ করতে পারবেন । এবং বিশ্ব কাপের আগে এই পদ্ধতিতে রিচার্জ করে জিতে নিতে পারেন উদ্বোধনি অনুস্ঠানের টিকেট ।
পদ্ধতিটির ছোট বিবরন :
প্রতি রিচার্জ-এ চার্জ কাটা হবে - ০.০২৬% । ১০ টাকায় ০.২৬ পয়সা ।
কার্ড সাপোর্ট করে - ডিবিবিএল নিক্সাস এবং মাস্টার কার্ড ।
সর্বনিম্ন রিচার্জর পরিমান - ১০ টাকা ।
সাপোর্ট অপারেটর - বাংলালিংক, এয়ারটেল, রবি, গ্রামীন ফোন ও টেলিটক ।
সিম টাইপ - প্রিপেইড / পোস্টপেইড ।
এবার আসি নিরাপত্তা প্রসঙ্গে :
এই সিস্টেমটি ১০০% নিরাপদ । কারন আপনার কার্ড ইনফরমেশন যে সাইটে দিবেন সেটি DBBL এর নিজস্ব সাইট । প্রথেমে Amarbill or Easy এর যে সাইটটি আসবে সেখানে শুধু আপনার মোবাইল নাম্বার এবং রিচার্জর পরিমান লিখতে হবে ।
কিভাবে করবেন :
১. এইখানে or এইখানে ক্লিক করে চলে যান http://www.payto.mobi or http://www.easy.com.bd এর সাইটে ।
২. নেটওয়ার্ক অপারেটর, মোবাইল নাম্বার, রিচার্জর পরিমান, সিম টাইপ ও আপনার ইমেইল আইডি দিয়ে ফর্মটি পূরন করে continue ক্লিক করুন ।
৩. এবার দেখুন আপনার দেওয়া ইনফরমেশনগুলি পুনরায় দেখাচ্ছে ।
৪. সবকিছু ঠিক থাকলে “Submit or Next” দিয়ে চলে যান DBBL এর সাইটে । দেখুন নিচের ছবির মত খালি ফর্ম চলে এসেছে । এখানে আপনার কার্ড-এ দেওয়া নাম, কার্ড টাইপ, কার্ড নাম্বার এবং পিন কোড দিয়ে "submit" বাটনে ক্লিক করুন ।
৫. কয়েক সেকেন্ডের মধ্যে operator recharge number (eg. 492) থেকে আপনার মোবাইলে মেসেজ পাবেন ।
৬. হয়ে গেল আপনার মোবাইল রিচার্জ !
collect by..........www.techtunes.com.