আনুভুমিক স্ক্রলিং – Horizontal Scrolling
In the bottom corner of the browser scrollbar dragging with the mouse to move left to right are |
যদি ওয়েব পেইজে কোন আনুভুমিক স্ক্রলবার না এসে থাকে তাহলে এই পদ্ধতিতে আপনি অন্য কাজ করতে পারবেন। যেমন ধরুন আপনি একই ট্যাবে অনেকগুলো ওয়েব সাইট ভিজিট করেছেন। এমন অবস্থায় আপনি যদি শিফট বাটন চেপে ধরে মাউসের স্ক্রল হুয়িল ঘুরান তাহলে আগে ভিজিট করা ওয়েব পেইজগুলো একে একে চলে আসবে। এখনি একবার চেষ্টা করে দেখুন। অনেক মজা পাবেন আশা করি।
* আইফ্রেম (iframe) - একটি ওয়েব সাইটের মধ্যে অন্য একটি ওয়েব সাইট কিংবা ওয়েব কন্টেন্ট কে প্রদর্শন করার ওয়েব ফ্রেইম।
সর্বশেষ বন্ধ করা ট্যাবকে আবার ফিরিয়ে আনুন
আপনি হয়তো ব্রাউজারে অনেকগুলো ট্যাব খুলে রেখেছেন। গুরুত্বপূর্ণ ওয়েব পেইজগুলো হয়তো ভবিষ্যতে পড়ার জন্য সেইভ করে রাখতে চান। তাছাড়া মাল্টি টাস্কিংও হয়তো করছেন ব্রাউজারে একের অধিক ট্যাব খুলা রেখে। কিন্তু হঠাৎ ভুল বশত অনেকগুলো ট্যাব থেকে একটা ট্যাব ক্লোজ হয়ে গেলো! এতোগুলো ট্যাব এর মধ্যে কোন ট্যাবটি ক্লোজ হয়ে গেছে এটা খুঁজে বের করবেন কীভাবে? আমার নিজেরই মাঝে মাঝে এই সমস্যায় পড়তে হয়। একটু ভেবে বলুন তো এমন অবস্থায় আপনি কি করবেন? মেজাজ খারাপ করে বসে থাকবেন নিশ্চয়?
কিন্তু প্রত্যেক ওয়েব ব্রাউজারেই আপনার প্রয়োজনের কথা ভেবে সর্বশেষ বন্ধ হয়ে যাওয়া ট্যাবটি ফিরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এরকম হলে আপনাকে শুধুমাত্র কিবোর্ড থেকে Shift + Ctrl + T চাপতে হবে। দেখবেন মূহুর্তের মধ্যে আপনার বন্ধ হয়ে যাওয়া ট্যাবটি যথাস্থানে ফিরে এসেছে। দেখলেন, কতো সহজেই সমস্যার সমাধান হয়ে গেলো!
ওয়েব পেইজ আপ এন্ড ডাউন স্ক্রলিং
একটা ওয়েব পেইজকে উপর থেকে নিচের দিকে পড়ার সময় খুব কম মানুষই আছে যারা কিবোর্ড কমান্ড ব্যবহার করে। সবাই মোটামুটি ভাবে মাউসের স্ক্রলবাটন কিংবা এরোও বাটন ব্যবহার করে থাকে। কিন্তু মাউসের স্ক্রল বাটন কিংবা এরোও বাটন ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় অংশের চাইতে মাঝে মাঝে বেশি স্ক্রল হয়ে যায়। এ জন্য উপর থেকে নিচে স্ক্রল করার জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড অপশন হলো কিবোর্ড এর স্পেইসবার ব্যবহার করা। এক্ষেত্রে শুধুমাত্র দৃশ্যমান অংশটুকু স্ক্রল হবে। অনাকাঙ্খিত ভাবে একবারে বেশি কন্টেন্ট স্ক্রল হওয়ার কোন সম্ভাবনা নেই।
উপর থেকে নিচের দিকে স্ক্রল করার জন্য স্পেইসবার ব্যবহার করলেও যখন নিচ থেকে উপরের দিকে স্ক্রল করবেন তখন কিবোর্ড এর শিফট বাটন চেপে ধরে স্পেইসবার চাপলেই উলম্ব দিকে স্ক্রলিং হবে। এটা ছাড়াও কিবোর্ড এর ডানপাশে অবস্থিত Pg Up এবং Pg Dn বাটন ব্যবহার করে উপরে নিচে স্ক্রলিং করা যায়।
সবগুলো ট্যাব একসাথে বন্ধ করা
যদি কখনো ব্রাউজারের সবগুলো ট্যাবকে একসাথে বন্ধ করার প্রয়োজন হয় তাহলে কিবোর্ড থেকে শুধু Ctrl + Shift + W বাটন চাপলেই সবগুলো ট্যাব বন্ধ হয়ে যাবে। তবে এই শর্টকাটটি শুধুমাত্র ব্রাউজারের ক্ষেত্রেই নয় বরং যে সমস্ত সফটওয়্যারে ট্যাব ব্যবহার করা যায় তার সবগুলোতেই কাজে লাগবেসবশেষে একটি সহজ টেকটিক বলে আলোচনা শেষ করবো। ধরুন আপনি একসাথে অনেক কাজ করছেন। ওয়েব ব্রাউজার, মিউজিক প্লেয়ার, অফিস সফটওয়্যার থেকে শুরু করে আরও অনেক কিছু চালু আছে কম্পিউটারে। এমন অবস্থায় অনাকাঙ্খিত কেউ সামনে চলে আসলো। আপনি তাকে দেখাতে চান না যে কী করছেন। এই অবস্থায় একে একে সবগুলো প্রোগ্রাম মিনিমাইজ করারও তো কষ্টকর। কী করবেন এখন? চিন্তার কিছু নেই, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে D বাটনটি চাপুন। ফলাফল কী হলো সেটা আমাকে না জানালেও চলবে। আপনি তো উপকৃত হয়েছেন এটাই অনেক।
collect by..........http://www.techtunes.com.bd