Pages - Menu

Search This Blog

আপনার অ্যান্ড্রয়েড থেকে iPhone এ আবার iPhone থেকে অ্যান্ড্রয়েড এ ফাইল ট্রান্সফার করুন খুব সহজে। [ফুল গাইড-Xender]

আসসালামুআলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।

নাম : Xender
প্ল্যাটফর্ম : অ্যান্ড্রয়েড/ iOs
রেটিং : ৪.৩

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি ভাবে অ্যান্ড্রয়েড থেকে iPhone এ আবার iPhone থেকে অ্যান্ড্রয়েড এ ফাইল ট্রান্সফার করবেন। এর জন্য আমরা অ্যান্ড্রয়েড এবং iPhone এ Xender এপ ব্যবহার করব। তাই নিচ থেকে Xender এপ টি ডাউনলোড করে নিন। দুই ডিভাইস এ মাস্ট Xender ইনস্টল থাকতে হবে।

কিভাবে ব্যবহার করবেন ?

-ডাউনলোড এন্ড ইনস্টল Xender আপনার অ্যান্ড্রয়েড এবং iPhone
-আপনার অ্যান্ড্রয়েড এ Xender ওপেন করুন & "Connect Phone" এ ক্লিক করুন এখন “Create Group” এ ক্লিক করুন এটি আপনার অ্যান্ড্রয়েড কে WiFi Hotspot তৈরী করবে।



-আপনার iphone এর WiFi ওপেন করুন তাহলে আপনার অ্যান্ড্রয়েড দিয়া তৈরী WiFi পাবেন,WiFi নাম এইরকম থাকে “ADYYQW5kcm9pZA” জাস্ট কানেক্ট করুন।




-এখন আপনার iPhone থেকে Xender ওপেন করে “Connect Friends” এ ক্লিক করুন।

-এখন আপনি সহজে ফাইল আদান প্রদান করতে পারবেন।
-example:-আপনি যদি music সেন্ট করতে চান তবে music ট্যাব ওপেন করে music এ ক্লিক করে সেন্ট option পাবেন।


-same ভাবে আপনি অ্যান্ড্রয়েড থেকে ফাইল সেন্ট করতে পারবেন আপনার iPhone এ।
Xender apk ডাউনলোড এখানে


* আমার ফেইসবুক পেজ এখানে *


collect  by...http://www.techtunes.com.bd
     style="display:block"      data-ad-client="ca-pub-2727995500497495"      data-ad-slot="9276804360"      data-ad-format="auto">