Pages - Menu

Search This Blog

gp free net&all sim free net

 আসসালামু আলাইকুম  কেমন আছেন সবাই
গ্রামীনফোনে বন্ধ সিমের অফার
দেরি করলেই মিস করবেন

গ্রামীণফোন-এর যেসব গ্রাহক ২৩ জুন বা তার পূর্ব থেকে তাদের সংযোগটি ব্যবহার করছেন না তাদের জন্য সুখবর!
গ্রামীণফোন প্রিপেইড সংযোগ ব্যবহারকারীগণ (ইআরএস এবং বিপিও সিম বাদে) যারা ২৩ জুন ২০১৫ বা তার পূর্ব থেকে সংযোগ ব্যবহার করছেন না তারা ঠিক ২৯ টাকা রিচার্জে ৩০ দিন যেকোনো জিপি নম্বরে আধা পয়সা/সেকেন্ড (রাত ১২টা থেকে বিকাল ৫টা) এবং যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা) উপভোগ করতে পারবেন।
বিস্তারিত:
১৩ জুলাই ২০১৫ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে।
২৩ জুন ২০১৫ বা তার পূর্ব থেকে গ্রামীণফোন-এর অব্যবহৃত সংযোগে (ইআরএস এবং বিপিও সিম বাদে) গ্রাহকগণ অফারটি উপভোগ করতে পারবেন।
অফারটিতে নেয়া যাবে কিনা জানতে “Jul 017xxxxxxx” লিখে পাঠাতে হবে ৯৯৯৯ নম্বরে।
রেজিস্ট্রেশন বিহীন গ্রাহকগণ যারা ৩১ ডিসেম্বর ২০১২ থেকে তাদের সংযোগটি ব্যবহার করছেন না তারা এই অফারের জন্য নির্বাচিত হবেন না।
যেকোনো জিপি নম্বরে রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আধা পয়সা/সেকেন্ড প্রযোজ্য হবে।
যেকোনো নম্বরে ২৪ ঘণ্টা ১ পয়সা/সেকেন্ড প্রযোজ্য হবে।
বিকাল ৫টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত জিপি-জিপি কলে ১ পয়সা/সেকেন্ড প্রযোজ্য হবে।
যোগ্য গ্রাহকগণ অপ্ট-ইন ছাড়াই অফারটি উপভোগ করতে পারবেন।
রিচার্জের দিনসহ লোয়ার ট্যারিফ-এর মেয়াদ ৩০ দিন। ক্যাম্পেইন চলাকালীন অফারটি একাধিকবার নেয়া যাবে। একাধিক রিচার্জের ক্ষেত্রে অধিকতর মেয়াদ পাবেন।
এই অফার চলাকালীন স্পেশাল ট্যারিফ (আধা পয়সা/সেকেন্ড এবং ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা) কল রেট যেকোনো লোকাল নম্বরে) রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার এফএনএফ, এফএনএফ এবং রিচার্জ ভিত্তিক লোয়ার ট্যারিফ এর ক্ষেত্রে প্রযোজ্য হবে যেমন (১ পয়সা অফার, নিশ্চিন্ত লোয়ার ট্যারিফ, ৭ পয়সা অফার)। মাই জোন ডিসকাউন্ট প্রযোজ্য হবে না।
স্পেশাল ট্যারিফে প্রকিউরড মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স প্রযোজ্য নয়। প্রকিউরড মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স প্রথমে খরচ হবে।
স্পেশাল ট্যারিফে প্রকিউরড মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট প্রযোজ্য নয়। প্রকিউরড মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট প্রথমে খরচ হবে।
গ্রাহকগণ *১১১*৫৯# ডায়াল করে সার্ভিস থেকে অপ্ট-আউট হতে পারবেন।
এছাড়াও গ্রাহকগণ ২ জিবি ইন্টারনেট (১ জিবি ইন্টারনেট + ১ জিবি ফেসবুক) ৩০ দিন মেয়াদসহ পাবেন মাত্র ৯ টাকায় (ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রযোজ্য)। অপ্ট-ইন করতে ডায়াল করুন *500*91#
গ্রাহকগণ সর্বোচ্চ ১ এমবিপিএস স্পীড পাবেন। প্রাপ্ত স্পীড নির্ভর করবে আপনার ডিভাইসের ক্যাপাসিটি, আপনার অবস্থান, ইত্যাদির উপর।
ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকগণ সর্বোচ্চ ১০বার অফারটি নিতে পারবেন
ফেসবুক ব্যবহারের জন্য গ্রাহকদের ব্যবহৃত মোবাইলের অপারেটিং সিস্টেম অনুযায়ী অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে
অন্য কোন ডাটা প্যাক ক্রয় করে থাকলে ফেসবুক ভলিউমটি বন্ধ হযে যাবে
১ জিবি ডাটা প্যাক দিয়ে রাত-দিন ২৪ ঘণ্টা যেকোন ধরনের ডাটা ব্যবহার করা যাবে
১ জিবি ডাটা ভলিউম ক্রয়কৃত অন্য ডাটা ভলিউম-এর সাথে যোগ হয়ে যাবে
ইন্টারনেট ইউসেজ জানতে ডায়াল করুন *৫৬৭#
নির্ধারিত ভলিউম ব্যবহার করে ফেললে বাড়তি ইন্টারনেট ভলিউম ব্যবহারের জন্য ০.০১টাকা/কেবি হারে চার্জ প্রযোজ্য
ডাটা প্যাকেজ বন্ধ করতে মেসেজ অপশনে ঝঃড়ঢ় লিখে পাঠিয়ে দিন ৫০০০ নম্বরে
সকল চার্জে ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫%উপ
     style="display:block"      data-ad-client="ca-pub-2727995500497495"      data-ad-slot="9276804360"      data-ad-format="auto">